ওয়ানাড

 

উত্তরভাগের ওয়েনাডের জেলার প্রথম চারটি লেজুর অংশের বৈশিষ্ট্যাবলীর ধারণা এবং উৎসাহ ব্যঞ্জক করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে ওয়েনাড পর্যটন সংগঠন বা ওয়েনাড ট্যুরিজন অর্গানাইজেশন ( ডব্লু টি ও) ওয়েনাডে ‘ দায়িত্বশীল এবং সহনশীল পর্যটন’-এর সংস্কৃতিকে লালনপালন করে।

চারটি লেজুর অংশের মধ্যে আমরা প্রথমে পরিচয় করাতে চাই ‘আউটডোর ট্রেইল’ কে, যার মধ্যে রয়েছে  ওয়ানাড জেলার নিম্নলিখিত অংশগুলি।

চেম্ব্রা শৃঙ্গ

ওয়েনাদের দক্ষিণ প্রান্তের মেপ্পাদির নিকটে 2100 মিটার উচ্চতায় অবস্থিত চেম্ব্রা শৃঙ্গ। এইটিই এই অঞ্চলের উচ্চতম শৃঙ্গ এবং এই শৃঙ্গে আরোহণ একজন পর্বতারোহীর শারীরিক সক্ষমতার ভাল মতো পরীক্ষা নিতে পারে। চেম্ব্রা শৃঙ্গে আরোহণ একটি অবস্মরণীয় অভিজ্ঞতা, কারণ আরোহণের প্রতিটি পদে আপনি ওয়েনাদের বিস্তৃত রূপ খুলতে থাকে এবং আপনি যত উপরে উঠতে থাকেন, ততই এই বিস্তৃত পরিদৃশ্য আরও দূরে এবং আরও প্রসারিত হয়ে দৃশ্যমান হতে থাকে। শৃঙ্গে আরোহণ করে নেমে আসতে গোটা একটি দিন লাগে। পর্বতের শিখরে যাঁরা একরাত্রি তাঁবু খাটিয়ে থেকে আসবেন, তাঁদের অভিজ্ঞতার ঝুলি নিশ্চিতভাবে অবিস্মরণী স্মৃতিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাঁবু খাটানোর সাজ-সরঞ্জামের জন্য আরোহীরা ওয়েনাদের কলপেত্তা স্থিত জিলা পর্যটন প্রচার পরিষদ-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

নীলিমলা

ওয়েনাদের দক্ষিণ অংশে অবস্থিত নীলিমলা একাধিক বিকল্প ট্রেকিং রূটে থাকার কারণে ট্রেকিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান, যেখানে কলপেত্তা ও সুলতান বাথেরি এই দুই জায়গা থেকেই পৌঁছাতে পারেন। নীলিমলার শিখর থেকে এর কাছেই অবস্থিত মীন্মুট্টী জলপ্রপাত এবং সম্মুখে বিস্তৃত উপত্যকা দেখে চোখ জুড়িয়ে যায়।

মীন্মুট্টী জলপ্রপাত

নীলিমলার নিকটে অবস্থিত, দর্শনীয় মীন্মুট্টী জলপ্রপাতটিতে ঊটি এবং ওয়ানাডকে যুক্তকারী প্রধান সড়ক থেকে 2 কিমি পায়ে হেটে পৌঁছানো যায়। প্রায় 300 মিটার উচ্চতা থেকে তিনটি ধাপের জলপ্রপাতটি ওয়ানাড জেলার সবথেকে বড় জলপ্রপাত।

চেথালয়ম

ওয়ানাড জেলার আরেকটি জলপ্রপাত, যেটি পর্যটকদের আকর্ষণ করে থাকে সেটি হল চেথালয়ম জলপ্রপাত। ওয়ানাডের উত্তরভাগের সুলতান বাথেরীর নিকটে এটি অবস্থিত। মীন্মুট্টীর তুলনায় এটি ছোট জলপ্রপাত। এই জলপ্রপাত এবং এর চারিপাশ পায়ে হাটার জন্য এবং পাখি দর্শন করার জন্য আদর্শ জায়গা।

পক্ষীপাথালম

ব্রাহ্মগিরি বনাঞ্চলের মধ্যে 1700 মিটার উচ্চতায় অবস্থিত পক্ষীপাথালম। এই অঞ্চলি জুড়ে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে, যার মধ্যে কয়েকটি তো সত্যিই অতিকায়। এখানে স্থিত গভীর পাহাড়ি গুহাগুলি নানান ধরনের পাখি, জীবজন্তু ও বিশিষ্ট প্রজাতির গাছপালার বাসস্থল। পক্ষীপাথালম অবস্থিত মানান্থবাড়ির নিকটে এবং তিরুনেল্লি থেকে জঙ্গলের মধ্যে দিয়ে 7 কিমি পায়ে হেটে এই অঞ্চলে যেতে হয়। পক্ষীপাথালম যাবার জন্য পর্যটকদের ডি এফ ও- নর্থ ওয়েনাড থেকে অনুমতি নিতে হয়।

বানাসুর সাগর বাঁধ

বানাসুর সাগর বাঁধ ভারতের বৃহত্তম মৃত্তিকা বাঁধ। এটি ওয়েনাদ জিলার দক্ষিণ-পশ্চিম অংশে, কারালাদ হ্রদের কাছেই অবস্থিত। বানাসুর বাঁধ প্রকল্প অঞ্চলটি আবার বানাসুর শৃঙ্গে আরোহণের জন্য ট্রেকিং রূটের সূচনা বিন্দু। এখানকার একটি চিত্তাকর্ষক ভূমিরূপ হল একটি দ্বীপের শ্রেণি, বাঁধের জলাধার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে নিমজ্জিত করার ফলে জেগে ওঠা উচু জমিগুলির কারণে সৃষ্টি যেগুলির হয়েছিল। ওয়েনাডের আকর্ষনীয় দৃশ্য, শব্দ, গন্ধ উপভোগ করার সাথে সাথে আপনি ওয়েনাডের বৈশিষ্টয় পূর্ণ মশ্লা, কফি, চা , বাঁশের কাজ করা জিনিস, মধু এবং ভেষজ দোকান থেকে কিনতেও পারেন।

ওয়েনাডে ‘আউটডোর ট্রেইলস’ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, ওয়েনাড ট্যুরিজম অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা

জেনারেল সেক্রেটারি ওয়েনাড ট্যুরিজম অর্গানাইজেশন বাসুদেভ এডম। পোছুতানা পোষ্ট, ওয়েনাড, কেরল, ইন্ডিয়া পিন কোডঃ 673575 ফোন + 91-4936-255308, ফ্যাক্স-.+91-4936-227341 E-mail: mail@wayanad.org

পৌ৬ছোবার জন্য

নিকটতম রেলস্টেশন: কালিকট রেলস্টেশন প্রায় 62 কিমি দূরে। নিকটতম বিমান বন্দর: কালিকট আন্তর্জাতিক বিমান বন্দর প্রায় 65 কিমি।

ভৌগলক অবস্থান

অক্ষাংশ: 11.75847, দ্রাঘিমাংশ : 76.093826

ম্যাপ

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

টোল ফ্রি নম্বর: 1-800-425-4747 (শুধুমাত্র ভারতের মধ্যে)

ডিপার্টমেন্ট অব ট্যুরিজম, গভর্মেন্ট অব কেরল, পার্ক ভিউ, কেরল, ইন্ডিয়া- 695033
ফোনঃ +91 471 2321132, ফ্যাক্সঃ + 91 471 2322279, ইমেল: info@keralatourism.org.
সমস্ত স্বত্ব © কেরল পর্যটন 2020. কপি রাইট | ব্যবহারের নিয়ম | কুকি নীতি | যোগাযোগ করুন
আই এন ভি আই এস মাল্টিমিডিয়া দ্বারা বিকাশকৃত এবং রক্ষিত।

×
This wesbite is also available in English language. Visit Close