সৃজনশীলতার একটি বিস্ফোরণ
অত্যাশ্চর্য সোনালী সৈকত, ঝকঝকে ব্যাকওয়াটার এবং কুয়াশাচ্ছন্ন হিল স্টেশনগুলির কারণে কেরালা ভারতের একটি অত্যন্ত আকাঙ্খিত পর্যটন স্থান যা ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত। পৃথিবীতে এই স্বর্গে ভ্রমণ জেতার এখানে আপনার সুযোগ রয়েছে। কেরালা সরকারের পর্যটন বিভাগ দ্বারা আয়োজিত শিশুদের আন্তর্জাতিক অনলাইন অঙ্কন চিত্রাঙ্কন প্রতিযোগিতার তৃতীয় সংস্করণের জন্য এখনই রেজিস্টার করুন৷ বিশ্ব জুড়ে শিশুদের প্রেরিত সৃষ্টিশীল কাজগুলির মাধ্যমে প্রথম দুটি সিজন চরম সাফল্য লাভ করেছিল।
তৃতীয় সিজনটি আরও উদ্দীপ্ত এবং মনোরম হবার প্রতিশ্রুতি দেয়। প্রতিযোগিতার থিম বা মূলভাব হল ‘কেরলের গ্রামীণ জীবন’ এবং বিশ্বের যেকোন প্রান্তের 4 থেকে 16 বছর বয়সী যেকোন শিশু অনলাইনে তাদের এন্ট্রি জমা করতে পারে। ভাগ্যবান বিজেতারা তাদের পরিবার সহ কেরলের মুখ্য দর্শনীয় জায়গাগুলিতে পাঁচরাত্রির জন্য ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুনকেরল ভ্রমণ জিতে নিন
আপনার শিশুকে অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করানোর দ্বারা আপনার সর্বকালীন প্রিয় গন্তব্যস্থল ‘ঈশ্বরের আপন দেশ, কেরল’-এ পাঁচদিন ভ্রমণের পুরস্কার জিতে নেবার সুযোগ আপনার কাছে এসেছে।
শিশুদের আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা 2023 –র সকল বিজেতাদের জন্য বিস্ময়কর সব পুরস্কার রয়েছে।
আরও জানুন
কিভাবে অংশগ্রহণ করতে হবে?
আমি এই অঙ্কন প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে পারি? যোগ্যতার মানদন্ড কি? এই ভিডিওতে আপনার সকল প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। এই শিক্ষণীয় ভিডিওটি দেখুন এবং সহজেই আপনি এতে অংশ নিতে পারেন।
কেরলের গ্রামীণ জীবন
প্রতিযোগিতার এই সিজনের মূলভাব হল কেরলের গ্রামীণ জীবন। কেরলের সরল গ্রামীণ জীবন বিশ্ব জুড়ে পর্যটকদের আকৃষ্ট করেছে। কেরালার গ্রামীণ জীবনের ছবি এখানে দেখা যাবে।
অতীতের কমনীয়তা
আমাদের সাথে যোগাযোগ করুন
আরো তথ্যের জন্য অনুগ্রহ করে প্রতিযোগিতার সমন্বয়কারীকে ই-মেল করুন contest@keralatourism.org ঠিকানায় অথবা ফোন করুন +91 70129 93589নম্বরে.
অনুগ্রহ করে সকল কাজের দিনে ভারতীয় সময় সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করুন।
প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন রকমের যোগাযোগ স্থাপনের জন্য শুধুমাত্র ইংরেজী ভাষাকে ব্যবহার করা যাবে।