এক ঝলকে কেরালা

 

পশ্চিমে আরব সাগর, পূর্বে অত্যুচ্চ পশ্চিমঘাট পর্বতমালা এবং পরস্পর যুক্ত 44 টা নদী সমন্বিত কেরালা অনন্য ভৌগলিক বৈশিষ্ট সম্পুর্ন একটি রাজ্য যা তাকে এশিয়ার মধ্যে অন্যতম আকর্ষনীয় স্থানের মর্যাদা দিয়েছে। এক দীর্ঘ তটভূমি, মাঝে মাঝে শান্ত ও পরিস্কার বেলাভূমি, পান্নার রঙের ব্যাক ওয়াটারের প্রশান্ত বিস্তৃতি, মাতাল করা হিল স্টেশন, বিচিত্র ওয়াইল্ড লাইফ মাত্র কিছু বিস্ময় যা আপনার পা বাড়ানর অপেক্ষায় রয়েছে। সবচেয়ে বড় কথা এই চমৎকার গন্তব্যগুলি একটির থেকে অন্যটি মোটরে মাত্র দুই ঘন্টার দুরত্বে রয়েছে যা কিনা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না।

কেরালা এমন এক সংস্কৃতির জন্ম দিয়েছে যা শুধু অতীতকে শ্রদ্ধাই করে না একই সাথে বৃদ্ধি এবং উন্নয়নের পথেও এগিয়ে চলে এবং কেরালা এর জন্য গর্ব অনুভব করে। একশো শতাংশ স্বাক্ষরতা, ভারতে সর্বনিম্ন শিশু মৃত্যুর হার এবং সর্বাপেক্ষা বেশী জীবন সীমার প্রত্যাশার হার মাত্র কিছু বিষয় যা নিয়ে কেরলবাসী সত্যিই গর্বিত।

ভূগোল

ভূগোল

কেরালা তিনটি ভৌগলিক অঞ্চলে বিভক্তঃ উচ্চ পার্বত্য ভূমি, যা পশ্চিমঘাট পর্বত থেকে নেমে এসে মিশে গেছে মধ্যভূমির তরঙ্গায়িত পাহাড় উপত্যকায় যা আবার নেমে এসে মিশেছে 580 কিলোমিটার দীর্ঘ নিরবিচ্ছিন্ন তটভুমিতে যেখানে ছবির মত রয়েছে ব্যাক ওয়াটার। বন্যভূমি আচ্ছাদিত হয়ে রয়েছে গভীর অরণ্যে, আন্য অঞ্চল গুলিতে রয়েছে চা ও কফি বাগিচা বা অন্য কোন চাষ। সমগ্র রাজ্যটিই সবুজে আচ্ছাদিত হয়ে রয়েছে যা প্রতি মুহূর্তেই দেয় একটি প্রশান্ত অভিজ্ঞতা।

ঋতু

ঋতু

আরামদায়ক ও সুষম আবহাওয়া যুক্ত কেরালা একটি গ্রীস্ম মণ্ডলীয় বা ট্রপিক্যাল রাজ্য যেখানে একজন সহজেই আরামে থাকতে পারে। বর্ষা( জূন- সেপ্টেম্বর এবং অক্টোবর-নভেম্বর) এবং গ্রীস্ম এই দুই ঋতুই এখানে ভালোভাবে পরিলক্ষিত হয়, শীতে তাপমাত্রা স্বভাবিক তাপমাত্রার 28-32 ডিগ্রির চেয়ে অল্পই কমে। সারা বছর ধরে থাকা এই আরামদায়ক আবহাওয়া আমাদের অতিথিরা ভালোবেসে থাকে।

মানুষ এবং জীবন

মানুষ এবং জীবন

সামাজিক সুরক্ষা এবং জীবনের গুণগত মানের দিক দিয়ে কেরালা ভারতের সবচেয়ে অগ্রণী রাজ্য।সমগ্র ভারতের মধ্যে এই রাজ্যে স্বাক্ষরতার হার ও আয়ু প্রত্যাশার হার সর্বাপেক্ষা বেশী এবং শিশু মৃত্যুর হার সর্বাপেক্ষা কম। মহিলাদের স্বাক্ষরতায় এই রাজ্য এশিয়ার অন্যতম। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষদের কসমোপলিটান দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তারা সহজেই নানা রকম পরিষেবা ও সুযোগ পেয়ে থাকে, এমনকি শাশন কার্যেও তাদের মতামতের মুল্য রয়েছে।

ইতিহাস

ইতিহাস

কেরালার ইতিহাস তার ব্যবসার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, যা কিছুদিন আগে পর্যন্ত মসলার ব্যবসা ঘিরেই আবর্তিত হত। মসলার তটভূমি হিসেবে পরিচিত অতিথি সেবক কেরালায় সমগ্র পৃথিবী থেকেই ব্যবসায়ীরা আসত যেমন গ্রীক, রোমান আরব, চাইনিজ, পর্তুগিজ, ডাচ, ফরাসী, ব্রিটিশ। কোন না কোন ভাবে তারা প্রত্যেকেই এখানে তাদের পদচিহ্ন রেখে গেছে এবং তা বাইরের পৃথিবীর সাথে আদানপ্রদানের ক্ষেত্রে আমাদের নিজস্বতা তৈরিতে সাহায্য করেছে।

অবস্থান

কেরালা, দক্ষিণ এশিয়ার একটি দেশ ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিম তটরেখায় অবস্থিত।

জেলা

Kerala Map

প্রধান প্রধান শহর

তিরুবনন্তপুরম কোল্লম কোচি থ্রিসসুর কোজিকোডে

এয়ারপোর্ট

তিরুবনান্থপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ( সি আই এ এল) নেদুমবাসেরি কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কারিপুর

ভিসার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি

ভিসা সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

পুলিশ হেল্পলাইন

হাইওয়েতে চলার সময় +91 9846100100 ট্রেনে যাত্রাকালে +91 9846200100

পর্যটক ও ট্যুর অপারেটরদের মেনে চলার নিয়ম নীতি বা কোড

পর্যটক ও ট্যুর অপারেটরদের জন্য গাইডলাইন

ও ওয়েবসাইট সম্পর্কে

এই ওয়েবসাইটটি কেরালা সরকারের পর্যটন দপ্তরের সরকারি ওয়েবসাইট এবং এটি ভারতবর্ষের জনপ্রিয় পর্যটন ওয়েবসাইটগুলির অন্যতম। এই সাইটে কেরালা যা কিনা ভগবানের নিজের দেশ হিসেবেই পরিচিত সে সম্পর্কে পুঙ্খনাপুঙ্খ তথ্য রয়েছে । এই সাইটটি 1998 সাল থেকে অনলাইনে রয়েছে এবং বর্তমানে এটি 10 টি ভারতীয় ভাষা সমেত মোট 21টি ভাষায় দেখতে পারা যায়। প্রতি বছরে গড়ে 30 লক্ষ বার এটি দেখা হয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী প্রায়শই এই সাইটটি আপডেট করা হয়ে থাকে। 3000ভিডিও, কয়েক হাজার ফটোগ্রাফ, কয়েকশ অডিও ক্লিপ সমেত প্রচুর তথ্য রয়েছে এই ওয়েবসাইটে। দ্বিপাক্ষিক আদানপ্রদানের মাধ্যমে এই ওয়েবসাইটটি পৃথিবীর যে কোন স্থানে অবস্থিত পর্যটক কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এটি সাম্প্রতিক কালের পর্যটকদের পছন্দ সম্পর্কে খোঁজ রাখে এবং অনলাইনে আদানপ্রদানের মাধ্যমে বিভিন্ন বিষয় যেমন মেসেজ বোর্ড, ট্যুর প্ল্যানার, অনলাইন প্রতিযোগিতা, অনলাইন অডিও ভিসুয়াল গ্যালারি, ভিডিও কুইজ, লাইভ ওয়েবকাস্ট, e বুক, e নিউজ লেটার ইত্যাদি সম্পর্কিত তথ্য জানায়। কেরালা পর্যটনের ওয়েবসাইটটি বেশ কিছু পুরস্কার পেয়েছে। উৎকর্ষতার জন্য এবং নতুন ধারায় ইনফরমেশন টেকনোলোজি ব্যবহার করার জন্য 2000-2001,2002-2003,2005-2006,2008-2009,2010-2011, 2012-2013,2013-2014, এবং 2014-2015 সালে ‘ বেস্ট ট্যুরিজিম ওয়েবসাইট পোর্টাল’ হিসেবে স্বীকৃতি পায়।এই ওয়েবসাইটটি ভারত সরকারের কমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক দ্বারা প্রবর্তিত ওয়েব রত্ন পুরস্কারের (2014 সালে) অসাধারণ বিষয়বস্তু বিভাগে গোল্ডেন আইকন পুরস্কার পায়। পর্যটনে সবচেয়ে ভাল ভারতীয় ওয়েবসাইট - এই বিভাগে এই ওয়বসাইটটি 2008 সালে পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনের নেট পিসি ওয়ার্ল্ড ওয়েব পুরস্কার পায়। পর্যটন দপ্তরের অনলাইন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের ‘বেস্ট নিউজলেটার’ বিভাগে 2005,2013,2014,2016 সালে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে এবং 2010 সালের সবচেয়ে ভাল ওয়েবসাইটের পুরস্কার প্রাপ্তিতে। প্রায় এক দশক ধরে কেরালা পর্যটনের ওয়েব সাইট টি ওয়েব ট্র্যাফিকের ক্ষেত্রে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে আছে। ওয়েব ট্র্যাফিকের দিক দিয়ে দেখলে এই ওয়েবসাইট টি প্রশান্ত মহাসাগরিয় এশিয়া এবং মধ্যপ্রাচ্যে প্রথম দশটি পর্যটন ওয়েবসাইটের মধ্যে আছে।

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

টোল ফ্রি নম্বর: 1-800-425-4747 (শুধুমাত্র ভারতের মধ্যে)

ডিপার্টমেন্ট অব ট্যুরিজম, গভর্মেন্ট অব কেরল, পার্ক ভিউ, কেরল, ইন্ডিয়া- 695033
ফোনঃ +91 471 2321132, ফ্যাক্সঃ + 91 471 2322279, ইমেল: info@keralatourism.org.
সমস্ত স্বত্ব © কেরল পর্যটন 2020. কপি রাইট | ব্যবহারের নিয়ম | কুকি নীতি | যোগাযোগ করুন
আই এন ভি আই এস মাল্টিমিডিয়া দ্বারা বিকাশকৃত এবং রক্ষিত।

×
This wesbite is also available in English language. Visit Close